ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে হকার ইস্যুতে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে দুপুরে মামলাটি দায়ের করেছেন।

এতে সরকারি কাজে বাধা, জনস্বার্থ বিঘ্নিত ও পুলিশের ওপর হামলার অভিযোগে ১৪৩, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ধারায় মামলাটি করা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিটি করপোরেশনের আইন বিষয়ক কর্মকর্তা জিএমএ সাত্তার ৯ জনের নাম উল্লেখ করে ৯শ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে, যুবলীগ নেতা নিয়াজুল ইসলাম তার অস্ত্র হারানোর ঘটনায়ও থানায় অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) শহরের চাষাঢ়ায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে মেয়র আইভীর লোকজনের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন সাংবাদিক, আওয়ামী লীগ নেতা হকারসহ অন্তত অর্ধশত লোকজন।

এর আগে, গত বছরের ২৫ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ শুরু করেছে সিটি করপোরেশন। এরপর থেকেই হকাররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলন চলাকালীন একাধিকবার মেয়র আইভী, জেলা প্রশাসক রাব্বি মিয়া, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের দ্বারস্থ হন হকাররা।

পরে ১৫ জানুয়ারি হকাররা শহরের তাদের বসতে স্থান পাওয়ার জন্য বিশাল সমাবেশ করেন।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।