ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবিতে ‘সচেতন শিক্ষার্থীদে'র মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ঢাবিতে ‘সচেতন শিক্ষার্থীদে'র মানববন্ধন পাঁচ দফা দাবিতে মানবন্ধন করেছে ‘বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা/ ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন করা হয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নেয়।

তাদের পাঁচ দফা দাবি হচ্ছে- উপাচার্যের ওপর আক্রমণ, শিক্ষার্থী বোনদের শারীরিক লাঞ্ছনা, বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টকরণ, কর্মচারী ভাইদের মারধর ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

সচেতন শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকারের পাশে আছি ৷ সেদিন কিছু বাম সংগঠনের নেতা কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের নামে বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের ওপর হামলা চালিয়েছে৷ আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে জড়িতদের অবিলম্বে বহিষ্কার চাই ৷

মানববন্ধনে শিক্ষকদের অপমান মানব না, বামদের মিথ্যা আন্দোলন আইন করে বন্ধ করসহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮ 
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।