বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ৩০ নম্বর পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চার শতাধিক শিশুদের নিয়ে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।
এসময় শিশুদের পুষ্টি ও মেধা বিকাশের জন্য ডিম আর দুধের বিকল্প নেই বলে উপস্থিত শিশু ও অভিভাবকদের শিশুদের ডিম ও দুধ খাওয়ানোর বিভিন্ন উপকারিতা তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বি এম জাফর আহম্মেদ।
শিশুদের মেধা বিকাশ ও পুষ্টি বাড়াতে ডিম আর দুধের এ ব্যতিক্রমধর্মী আয়োজনে অভিভাবক ও শিশুদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
শিক্ষার্থী সিয়াম, তামিম, নুসরাত ও তাম্মির সঙ্গে কথা হলে তারা বলে, বাসায় ডিম খাই, স্কুলে এ প্রথম ডিম ও দুধ খেলাম। আমরা খুশি। ডিম আর দুধ খেলে মেধা ও পুষ্টি বাড়ে। হুনছি ডিম আর দুধ নাকি প্রধানমন্ত্রী খাওয়াইতে কইছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন। বিশেষ অতিথি ছিলেন- অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জালাল আহম্মেদ, পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বি এম জাফর আহম্মেদ বলেন, পাথরঘাটা উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহে সর্বমোট ৯ শতাধিক শিশুদের একটি করে ডিম ও এক গ্লাস করে দুধ খাওয়ানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আরবি/