বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শহরের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজ করার সময় মির্জাপুর শহর বাইবাস বাসস্ট্যান্ড এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইন ফেটে যায়।
এদিকে, এ ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট এক পর্যায় মহাসড়কের উভয়পাশে প্রায় ছয় কিলোমিটার স্থায়ী হয়।
টাঙ্গাইল তিতাস অফিসের ম্যানেজার মামুন বাংলানিউজকে জানান, মহাসড়কে উন্নীতকরণ কাজ করার সময় সঞ্চালন লাইন ফেটে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে লাইনটি বন্ধ করে সংস্কার কাজ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি