ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মাদকের আস্তানা উচ্ছেদ করলো প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
কক্সবাজারে মাদকের আস্তানা উচ্ছেদ করলো প্রশাসন উচ্ছেদকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ/ ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলীতে হোটেল কক্স টুডে’র পাশে কয়েকটি ঝুপড়ি দোকানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বেচাকেনা করতো মাদক বিক্রেতারা। পরে অভিযান চালিয়ে ঝুপড়ি ঘর উচ্ছেদ করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমেদ’র নেতৃত্বে অভিযান চালিয়ে ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়।

জুয়েল আহমেদ বাংলানিউজকে বলেন, হোটেল-মোটেল জোনের আশপাশে বেশ কয়েকটি ঝুপড়ি ঘর ও দোকান গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে।

কিন্তু মাদক বিক্রেতারা এসব ঝুপড়ির আড়ালে মাদক বেচাকেনা ও সেবন করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে। অভিযানের সময় মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে ঝুপড়ি ঘর থেকে গাঁজাসহ মাদকের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া সুগন্ধা পয়েন্ট এলাকায় ‘কড়াই রেস্তোঁরা’ নামে একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও জেলা প্রশাসনের ডিলিং লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

বিকেলে সমুদ্র সৈকতে কিটকট (চেয়ার ছাতা) ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। সৈকতে চেয়ার-ছাতা উম্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
টিটি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।