পাথরঘাটায় ৪ জেলেকে জরিমানা
পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরের মোহনা বিষখালী ও বলেশ্বর নদী থেকে ২৫টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, পাথরঘাটা উপজেলা মৎস্য প্রশাসন ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে ২৫টি অবৈধ বেহুন্দি জালসহ চার জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।