বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাবতলী বেড়িবাঁধ এলাকা থেকে প্রায় ১শ’ অস্থায়ী দোকান ও অবৈধভাবে স্থাপিত ইট-বালু বিক্রয়কেন্দ্র উচ্ছেদ করে প্রায় পাঁচ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।
এছাড়া গুলশান-২ নম্বরে সদ্য চালু করা গণশৌচাগারের পাশে অবৈধভাবে স্থাপিত একটি খাবার দোকান ও প্রায় ২০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানানো হয় ডিএনসিসির পাঠানো এক বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
ওএইচ/