ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাণীনগরে ৪ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রাণীনগরে ৪ দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নওগাঁ: নওগাঁর রাণীনগরে তিনটি খাবার হোটেল ও একটি পশুখাদ্য ভাণ্ডারে অভিযান চালিয়ে সাত হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া বিনতে তাবিব এ জরিমানা করেন।

ইউএনও সোনিয়া বিনতে তাবিব বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলা সদর বাজারে ভেজাল খাবার ও হোটেলের পরিবেশ স্বাস্থ্য সম্মনত না হওয়ায় মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার, যমুনা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার ও ফারিহা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার এবং সাকিব ট্রের্ডাসের পশুখাদ্য দোকানে এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।