ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএম কলেজে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বিএম কলেজে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের জন্মদিন পালন বিএম কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়/ ছবি: বাংলানিউজ

বরিশাল: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান শিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পালসহ অন্যান্য শিক্ষকরা।

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় কলেজের সাংষ্কৃতিক সংগঠন উত্তরন, সংস্কৃতি পরিষদ ও ব্রজমোহন থিয়েটারের কর্মীরা নাচ, গান ও নাটক প্রদর্শন করেন।

বাংলা‌দেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।