বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নবী নেওয়াজের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
‘প্রতিদিনই মাগরিবের নামাজের সময় বিদ্যুৎ থাকে না’ এর কারণ জানতে চান আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
** বিদেশে অর্থপাচারের দাবি তথ্যভিত্তিক নয়
‘সিস্টেম যেটা আছে অর্থাৎ সাবস্টেশন ও গ্রিড- আমরা যদি বিদ্যুৎ দেইও তা নিতে পারছে না, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে গ্রিডে সমস্যা আছে। ’
তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আমাদের আরও সময় লাগবে। শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আরও সময় লাগবে। সারাদেশে গ্রিডের কাজ চলছে, নতুন লাইনের কাজ হচ্ছে, সাব স্টেশনের কাজ চলছে। ট্রান্সফরমারের কাজ চলছে।
‘পল্লী বিদ্যুতের ৯ লাখ ট্রান্সফরমার রয়েছে। এর মধ্যে গত ৪০ বছরে পরিবর্তন করা হয়েছে মাত্র ১০ শতাংশ। এগুলো সমস্ত পুরানো ট্রান্সফরমার, ওভার লোডের ট্রান্সফরমার পরিবর্তন করতে যাচ্ছি। এসব সংস্কার শেষে এক ও তিনবছরের মধ্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো। ’
অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চলতি ২০১৮ সালের ডিসেম্বরের মধ্য সারাদেশে শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় চলে আসবে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসএম/এমএ