বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
আব্দুল গনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমর ইউনিয়নের মেসের বাজার গ্রামের বাসিন্দা।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, আব্দুল গনি এশার নামাজের ওজু করার জন্য ওজুখানায় যান। ওজু করে ফেরার পথে অসর্তকতা বসত পড়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে।
ওসি আরও জানান, মৃতের লাশ ইজতেমা ময়দানে অবস্থিত পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তার পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বিএসকে/এনএইচটি