ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইব্রাহিম নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গেন্ডারিয়া সামীবাগের সায়দাবাদ রেললাইনের পাশের গলিতে এই ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিমের (৩৬) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়।

তিনি মৃত বজলুর রহমানের ছেলে এবং পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী।

ওয়ারী পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওয়ারীর সালাউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যাওয়ার পথে ইব্রাহিম জানান, তিনি সায়দাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ছিনতাইকারী তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় দৌড়ে নিকটস্থ সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান ইব্রাহিম। এরপর হাসপাতালের কর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেয়।

সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ভোর সোয়া ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এজেডএস/এসজেএ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।