ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাব্যতা সংকটে ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চ চলাচল ব্যাহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
নাব্যতা সংকটে ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চ চলাচল ব্যাহত নাব্যতা সংকটে ঢাকা-পটুয়াখালী রুটে লঞ্চ চলাচল ব্যাহত (ফাইল ছবি)

পটুয়াখালী: শীত মৌসুমে ঘন কুয়াশায় হাতড়ে বেড়াতে হয় বরিশাল-পটুয়াখালীর লঞ্চগুলোকে। এছাড়া নাব্যতা সংকটের কারণে প্রায়ই বিপাকে পড়ে পণ্য ও যাত্রীবাহী লঞ্চ। 

এতে যেমন নানা প্রতিকূলতা ও ঝুঁকি নিয়ে নৌযান চালনা করতে হয় মাস্টারদের তেমনি ভোগান্তিতে পড়তে হয় এই রুটে চলাচলকারী যাত্রীদের। দ্রুত সময়ের মধ্যে নাব্যতা সংকটের সমাধান ও ডুবোচর অপসারণ না করলে এ সমস্যা আরও প্রকট হতে পারে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ।

জানা গেছে, পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত ২৫২ কিলোমিটারের মতো নৌপথ রয়েছে। যার মধ্যে পটুয়াখালী নৌ-বন্দর সংলগ্ন এলাকা থেকে কবাই পর্যন্ত বেশ কিছু ডুবোচর রয়েছে। পাশাপাশি বাকেরগঞ্জ সংলগ্ন আপালকাঠি ও হিজলার মিয়ারচরসহ বিভিন্ন জায়গায় ডুবোচর ও ভাটায় তীব্র নাব্যতা সংকট দেখা দেয়। এতে প্রায়ই লঞ্চগুলো আটকে যায়। শীতের সময় কুয়াশা না থাকলে ধীরগতিতে ডুবোচর এড়িয়ে নৌযান চালনা সম্ভব হলেও কুয়াশা থাকলে তা আর সম্ভব হয় না। ফলে এই রুটের লঞ্চগুলো নির্ধারিত সময়ে যাত্রী ও পণ্য পরিবহন করতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে।  

এদিকে, শীত মৌসুমে নদীতে পানি কম থাকায় ভোগান্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন সুন্দরবন-৮ লঞ্চের মাস্টার জামাল হোসেন।

পটুয়াখালী বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, নাব্যতা সঙ্কটের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। অনেক জায়গায় ড্রেজিং-এর কাজ চলছে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, জানুয়া‌রি ২৬, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।