ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
গোপালগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাফায়েত শেখ ওরফে সাফু শেখ নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) ভোরে শহরের মানিকদাহ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমিন উদ্দিন শেখের ছেলে।

গোপালগঞ্জে সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, হত্যা মামলায় সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি সাফায়েত এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলের মধ্যেই তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, ২০০৩ সালের জুন মাসে নিজ স্ত্রী কাজলকে হত্যা করে সাফায়েত। এরপর ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে হত্যা মামলায় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ তাকে যাবজ্জীবন সাজা ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ২৭ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।