তিনি বলেন, পাহাড়ে যতক্ষণ অবৈধ অস্ত্র উদ্ধার করে সন্ত্রাস নির্মূল না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে সন্ত্রাস বিরোধ আন্দোলন চলবে। এর অংশ হিসেবে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের দাবিতে রোববার (২৮ জানুয়ারি) রাঙামাটিতে সন্ত্রাস বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরো তীব্র করতে এ কর্মসূচি নেয়া হয়েছে।
এটি কোনো দলীয় কর্মসূচি নয় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসের ছোবল থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি দিয়েছে। সমাবেশ অত্যন্ত শান্তিপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, কাপ্তাই আওয়ামী লীগের সভাপতি অংশু ছাইন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/