ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
বড়াইগ্রামে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

নাটোর: নাটোরের বড়াইগ্রামে চোলাই মদ উৎপাদন ও বিক্রির দায়ে মেরি রোজারিও (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বড়াইগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনোয়ার পারভেজ এ আদেশ দেন। মেরি রোজারিও উপজেলার হারোয়া গ্রামের সোলেমান বিশ্বাসের স্ত্রী।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মেরি রোজারিও নিজ বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তার বাড়ি থেকে চার লিটার চোলাই মদ ও ২০০ লিটার চোলাই মদ তৈরীর উপকরণ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।