ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে মোবাইল ফোনে ১০ স্বর্ণবার, যাত্রী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
শাহজালালে মোবাইল ফোনে ১০ স্বর্ণবার, যাত্রী আটক শাহজালালে জব্দ করা সোনার বার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ মোহাম্মাদ আবু তাহের নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তার মোবাইল ফোনের ভেতর থেকে স্বর্ণবারগুলো জব্দ করা হয়।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল ‍খান।
 
তিনি জানান, তাহেরের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

যাত্রী দুপুরে বাংলাদেশ বিমানের বিজি-১২২ যোগে চট্টগ্রাম থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান।  ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি অস্বীকার করলে কাস্টমসে হলে এনে স্বর্ণের বারগুলো তার দুটি মোবাইল ফোনের ভেতর থেকে উদ্বার করা হয়।  তার কাছে থাকা দুটি হুয়াওয়ে ব্র্যান্ডের মোবাইল ফোনের ভেতরে স্বর্ণগুলো লুকানো ছিল।  
 
মইনুল আরও জানান, জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা। তাহেরকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।  
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এসজে/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।