শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানান। এরআগে শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে পার্শ্ববর্তী নিকলী উপজেলার গুরুই নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহেরা বেগম বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের আহাম্মদ আলীর মেয়ে।
ওসি সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারসহ নানা কৌশলে একদিন পরই শুক্রবার রাতে গুরুই নতুন বাজার এলাকা থেকে জাহেরাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
খাটেরা গ্রামের জিয়া উল্লাহ জিয়া একটি মাজারের ওরস থেকে তার কথিত দ্বিতীয় স্ত্রী জাহেরাকে নিয়ে ২৩ জানুয়ারি রাতে পার্শ্ববর্তী বাহেরনগর গ্রামের ফুফাত বোন দেলোয়ারার বাড়িতে যান। পরে জাহেরাসহ জিয়াকে দেলোয়ারার ঘরে থাকতে দিয়ে তিনি অন্য ঘরে গিয়ে ঘুমান। এসময় রাতের কোন এক সময় জিয়াকে শ্বাসরোধে হত্যা করে জাহেরা পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের ভাই হারুন মিয়া (৪৪) বাদী হয়ে জাহেরা বেগমকে আসামি করে বাজিতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ