ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
হবিগঞ্জে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান পরিচ্ছন্নতা অভিযান

হবিগঞ্জ: ‘আসুন শহরটিকে পরিচ্ছন্ন রাখি’ স্লোগান নিয়ে হবিগঞ্জে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সামাজিক সংগঠন দর্পণ।

শহরের পুরাতন খোয়াই নদীর তীর, আধুনিক সদর হাসপাতাল ও থানার সামনের রাস্তায় এ কার্যক্রম চালানো হয়।

পরে পুরাতন খোয়াই নদীর তীরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল, দর্পণ সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সিএম রায়হান উজ্জল, অপু চৌধুরী, পিডিবি’র নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন, মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস রাখি, সৈয়দ বাকি ইকবাল, অধ্যাপক আবিদুর রহমান, সজল কুরাইশি, আব্দুল মোমিন চৌধুরী বুলবুল প্রমুখ।

এসময় বক্তারা পুরাতন খোয়াই নদী দূষণ ও দখলমুক্ত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।