ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ধামইরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সামাজিক সংগঠন ভয়েসের উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে ২৪০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেওয়া হয়।

ভয়েসের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রেজা স্বাধীন বাংলানিউজকে জানান, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট অ্যান্ড হাসপাতালের জুনিয়র অফটোমেটিকস ডা. স্বরূপ কুমার মণ্ডল ও মাঠ সহকারী অলক কুমার মণ্ডল দিনব্যাপী প্রায় ২৪০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

এসময় উপস্থিত ছিলেন- চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রাব্বানী, ভয়েস সংগঠনের সহ সভাপতি বুয়েটিয়ান বিলাস দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।