বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে স্বাগত জানান।
সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে উইদোদোর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি।
উইদোদো রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় সাভার স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সাড়ে ৯টায় ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
সকাল ১০টায় দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠক শেষে দুপুর ১২টা ১০ মিনিটে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন। বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন।
কর্মসূচিমুখর সফর শেষে সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বেন।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
কেজেড/আরআর