শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ সোসাইটি ফর সেইফ ফুড (বিএসএসএফ) আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন প্রাণিসম্পদ মন্ত্রী।
তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল দিচ্ছে।
অনুষ্ঠানে সোসাইটির সভাপতি ড. মো রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়াইস কবির, সিভাসুর সাবেক উপাচার্য প্রফেসর ড. নিতিশ চন্দ্র দেবনাথ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সের প্রফেসর ড. লতিফুল বারি।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এমজেএফ