তিনি বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিশুদের বিদ্যালয়মুখী করার পাশাপাশি ২০১৮ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মা সমাবেশে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
উলিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত মা সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাবেক এমপি শাহানাজ সরদার, জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, আমজাদ হোসেন তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াদুদ হোসেন মুকুল, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এফইএস/এমএ