চট্টগ্রাম ভিত্তিক তাবলিগি সংগঠন মুনিরীয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের আয়োজনে শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
বাংলাদশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফসর ড. মোহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ আল্লামা মোকাদ্দছুল ইসলাম, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হাসান মাসুদ, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ'র কানাডা শাখার সচিব মীর মোহাম্মদ কায়কোবাদসহ দেশবরেণ্য ওলামায়ে একরাম, পীর-মাশায়েখ প্রমুখ বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।
আয়োজক সংগঠনটি প্রতিবছর ঢাকায় এমন সম্মেলনের আয়োজন করে। প্রতিবারের মতো এবারও ধর্মপ্রাণ মানুষের ঢল নামে গুলিস্থানের কাজী বশির মিলনায়তন সম্মুখস্থ ময়দানে।
সংগঠনটি নবী, রাসূলের পথে সঠিকভাবে চলার দর্শন প্রচারকাজে নিজেদের সবচেয়ে বড় তাবলিগ বলে দাবি করে। এর নেতৃত্বে রয়েছেন চট্টগ্রামের রাউজানের এশিয়াখ্যাত কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
ইইউডি/এসএইচ