ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাট্যজন মুন্সী মুহাম্মদ আলী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
নাট্যজন মুন্সী মুহাম্মদ আলী আর নেই

ফরিদপুর: বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক মুন্সী মুহাম্মদ আলী ওরফে রুমী (৬৭) আর নেই (ইন্না... রাজিউন)।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মস্তিস্কে রক্তক্ষরণের কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মুহাম্মদ আলী ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (২৮ জানুয়ারি) তাকে জানাজা শেষে শহরের আলীপুর পৌর কবরস্থানে দাফন করা হবে।

মুন্সী মুহাম্মদ আলী ফরিদপুরের বৈশাখী নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, ফরিদপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুর সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

তার মৃত্যুতে ফরিদপুরের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।