ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে খেলার ছলে গলায় ফাঁস লেগে ছাত্রের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
তেজগাঁওয়ে খেলার ছলে গলায় ফাঁস লেগে ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরি বাজার এলাকায় গলায় ফাঁস লেগে রিভু বিশ্বাস (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ শ্রেণির ছাত্র ছিল রিভু।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

 

মৃত ছাত্রীর মা রোমা বিশ্বাস জানান, তার দুই সন্তানের মধ্যে বড় ছিল রিভু। স্বামী ও সন্তানদের নিয়ে তেজগাঁও পূর্ব তেজতুরি বাজার এলাকায় একটি ভবনের ৫ তলায় থাকেন।

তিনি জানান, বাসার ভেতরে জানালার সঙ্গে মায়ের পরনের শাড়ি ও পর্দা বেঁধে খেলা করছিল রিভু। অনেকক্ষণ রিভুর কোনো সাড়াশব্দ না পেয়ে তার কাছে গিয়ে দেখেন, গলায় কাপড় পেঁচানো অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে রিভু। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই)  বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।