ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় ডাকাতির সরঞ্জামসহ ২ ডাকাত আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৮
খুলনায় ডাকাতির সরঞ্জামসহ ২ ডাকাত আটক

খুলনা: খুলনা জেলার ফুলতলা থানার সামনে থেকে সাব্বির হোসেন (৫০) ও নুরুন্নবী (৫২) নামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে বলেন, শনিবার রাতে জেলার ফুলতলা থানার সামনে থেকে একটি মিনি ট্রাকসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য সাব্বির হোসেন ও নুরুন্নবীকে ফুলতলা থানা পুলিশের সহায়তায় আটক করা হয়েছে।  

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মহানগরীর ইকবাল নগর এলাকার শাহিন হোসেনের বাড়ির তিন তলায় অভিযান চালিয়ে ড্রিল ও গ্রিল কাটার যন্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়াও পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি দফতরের সীল এবং প্রেসের কার্ড জব্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮ , ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।