শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জ সদর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বাংলানিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে করিমগঞ্জ মধ্য বাজারের একটি জুতার দোকানে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও একটি জুতার দোকান ও একটি টেলিভিশন-ফ্রিজ মেরামতের দোকানসহ একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু তৎক্ষণে আগুনে চারটি দোকান ও দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আগুন লাগার খবর পেয়ে করিমগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে ভালোভাবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
জিপি