শনিবার (২৭ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক (ডিসি) রাহাত আনোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে যেসব প্রকল্প উদ্বোধন করবেন এরমধ্যে রয়েছে- একটি ১২তলা বিশিষ্ট সিলেট নগরভবনের ৫ তলা ভবন, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার উন্নয়ন, নারীদের এবাদতখানা নির্মাণ, মাজারের সৌন্দর্যবর্ধন, মাজারের যাতায়াতের প্রধান রাস্তা ২ কিলোমিটার প্রশস্তকরণ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নতুন একাডেমিক ও প্রশাসনিক ভবন, পিরিজপুরে সার পরীক্ষাগার ও গবেষণাগার ভবন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা অফিস, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যলয় ভবন, সিলেট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, নগরীর বাবুছড়ার আরসিসি ইউ টাইপ ড্রেন নির্মাণ কাজ, জালালাবাদ রাস্তা সম্প্রসারণ ও উন্নয়ন কাজ, সিলেট- সুনামগঞ্জ বাইপাস সড়ক, মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক, রশিদপুর- বিশ্বনাথ-লামাকাজী সড়ক, সিলেট- গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ-সড়ক, দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক এবং ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের (সিলেট-শেরপুর অংশ) মজবুতিকরণসহ ওভারলে এর কাজ, শেরপুর টোল প্লাজার উন্নয়ন কাজ, জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, কানাইঘাট সড়ক ও ৩তলা বিশিষ্ট প্রইমারি হেলথ কেয়ার সেন্টার ভবন।
পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যেসব প্রকল্পের- হযরত শাহজালাল (রহ.) মাজারের নারী এবাদতখানার ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলতুন্নেছা হল নির্মাণ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ ভবন ও হলরুম, এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল ভবন ও হাসপাতাল অভ্যন্তরে ১টি নার্সিং হোস্টেল, সিলেটে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, সিলেট পুলিশ লাইনে এসএমপি ব্যারাক ভবন নির্মাণ, সিলেট পুলিশ লাইনে একটি অস্ত্রগার নির্মাণ, এসএমপি মডেল থানা কম্পাউন্ডে ডরমেটরি ১০তলা বিশিষ্ট ভবন, সিলেট জেলাধীন তামাবিল ইমিগ্রেশনের চেকপোস্ট টাইপ-২ অনুযায়ী ৬তলা ভবন নির্মাণ, সিলেটের লালাবাজারে রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধি শিশুদের জন্য হোস্টেল নির্মাণ এবং সম্প্রসারণ (বালিকা-৬টি ও বালক ৫টি ইউনিট এবং সম্প্রসারণ ২০ ইউনিট) শীর্ষক প্রকল্পের আওতায় হোস্টেল ভবন, নির্মাণ, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উত্তীত করণ, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা অফিস ভবন নির্মাণ, সিলেট-গোয়াইনঘাট, চারখাই, জকিগঞ্জ মহাসড়কের ৬৫ কিলোমিটার উন্নয়ন, গোলাপগঞ্জ-ঢাকা দক্ষিণ-ভাদেশ্বর মহাসড়ক ও চারখাই-শেওলা-বিয়ানীবাজার-বারইগ্রাম মহাসড়কে ৯ দশমিক ৬০ কিলোমিটার উন্নয়ন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ৪তলা থেকে ১০তলা উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এদিকে উন্নয়ন প্রকল্প ও ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে সিলেটবাসীকে দেওয়া প্রধানমন্ত্রীর অনেক প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয়রা।
অন্যদিকে সিলেটে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল (র.), শাহপরান (র.) ও হযরত গাজি বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করবেন বলে সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনইউ/এসজে/জিপি