রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি কোষাগোপালপুর বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শিক্ষক জাহাঙ্গীর বাড়ি বোয়ালমারী উপজেলার চতর গ্রাম থেকে মোটরসাইকেলে করে স্কুলে আসার পথে একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
নিহত হওয়ার বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার দে।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এএটি