এদিকে, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিও কাছাকাছি চলে আসে। ক্ষণিকের মধ্যেই ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যেতে পারতো ট্রাকটি।
রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে এ ঘটনা ঘটে। পেট্রোল ম্যান মাসুদ বাংলানিউজকে বলেন, সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এসময় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি একই রেললাইন দিয়ে আসছিল। এটা দেখে তিনি গাড়ি থেকে নেমে পরনের জামা খুলে ট্রেনচালকের দৃষ্টি আকর্ষণ করলে ট্রেন থেমে যায়। পরে আধা ঘণ্টা পর ট্রাকটি উদ্ধার করে সরিয়ে নিলে পুনরায় ট্রেনটি উত্তরবঙ্গের দিকে ছেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
আরবি/