ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক সড়ক’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
তেজগাঁওয়ে ‘মেয়র আনিসুল হক সড়ক’ তেজগাঁও সড়ক ও প্রয়াত মেয়র আনিসুল হক/ফাইল ফটো

ঢাকা: তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’।

রোববার (২৮ জানুয়ারি) এ সড়কের নামফলক বসবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব (ডিএনসিসি) দুলাল কৃষ্ণ সাহা।  

এর আগে ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে অনুষ্ঠিত ২১তম করপোরেশন সভায় সড়কের এ নামকরণের সিদ্ধান্ত হয়।

একই সভার সিদ্ধান্ত অনুযায়ী বারিধারা পার্ক রোডের নাম ‘নরোদম সিহানুক সড়ক’ এবং গুলশান-২ রাজউক সেন্ট্রাল পার্কের নাম ‘শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক’ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।