ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারের উন্নয়ন প্রচারে আনার আহ্বান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
সরকারের উন্নয়ন প্রচারে আনার আহ্বান

ঢাকা: আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার যে উন্নয়ন করেছে এবং করে যাচ্ছে তা ব্যাপকভাবে প্রচারে আনার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার (২৮ জানুয়ারি) টাঙ্গাইল জেলা তথ্য অফিস আয়োজিত প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের প্রচার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিয়ে এসব কথা বলেন তারানা হালিম।

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে তিনি টাঙ্গাইলে ভিডিও কনফারেন্সে অংশ নেন।

এ সময় তারানা হালিম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে প্রচারে আনতে হবে। সরকারের উন্নয়নের সফলতার কারণেই আগামী মার্চে বাংলাদেশ মধ্য আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছে। এটাও প্রচারে আনতে হবে।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়ন প্রচারে আনতে হবে পাশাপাশি বিগত ২০০৫-২০০৬ সালের বর্তমান উন্নয়নের তুলনামূলক চিত্রও তুলে ধরতে হবে। তখন দেশের উন্নয়ন পরিস্থিতি কি ছিলো এবং বর্তমান সরকারের সময় ২০১৭ সালে উন্নয়ন কোনো অবস্থায় পৌঁছেছে সেটা তুলে ধরতে হবে। প্রচারের দিক থেকে আমরা যেনো কোনোভাবে পিছিয়ে না পরি সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ ব্যাপারে জেলা তথ্য কার্যালয়কে যথাযথ উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পগুলোর মধ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব চিন্তা প্রসূত প্রকল্প।

এছাড়া রয়েছে কমিউনিটি ক্লিনিক। এসব প্রকল্প থেকে যারা সুবিধা পাচ্ছেন সেই সুবিধা ভোগীদের জানাতে হবে এই প্রকল্পগুলো তার চিন্তা প্রসূত। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা প্রসূত সেটা তাদেরকে জানাতে হবে, প্রচারে আনতে হবে। সেসঙ্গে ২০০৫-২০০৬ সালের সময়ের যে কালো অতীত সেটা মনে করি দিতে হবে।

অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে টাঙ্গাইল কমিটার ট্রেন চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

এ ভিডিও করফারেন্সে আরও উপস্থিত ছিলেন, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ভিডিও তথ্য চিত্রর মাধ্যমে তুলে ধরা হয়। এ সময় টাঙ্গাইলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ারা বেগম।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।