রোববার (২৮ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড খাটিহাতা মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নিশ্চিন্তপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. জুয়েল (২৬) ও সারেরকোনা গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে ইছাহাক মিয়া (২৮)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দ্রন দেবনাথ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
চন্দ্রন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র্যাবের একটি দল বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় অভিযান চালায়। এসময় তারা একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে সরাইল বিশ্বরোড এলাকায় চলে যায়। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে সরাইলের ওই হোটেলের সামনে এসে গাড়িটি আটক করে। এসময় গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এসআই