রোববার (২৮ জানুয়ারি) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী সিরাজুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে শনিবার (২৭ জানুয়ারি) রাতে ধর্ষণের অভিযোগ এনে শরণখোলা উপজেলার স্কুলছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত রায়হান উদ্দিন রুমান (২১) ও তার মামা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনকে (৪৮) আসামি করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন হাওলাদারের ছেলে রায়হান উদ্দিন রুমান দীর্ঘদিন ধরে তার স্কুল পড়ুয়া মেয়েকে (১৫) নানা কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে তার মেয়ে রাজি না হওয়ায় ২৬ জানুয়ারি স্কুল ছুটির পর জোর করে উপজেলার খোন্তাকাটা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক খাওয়ালে মেয়েটি অচেতন হয়ে পরে। তখন রায়হান একাধিকবার তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির মাকে মোবাইল ফোনে মেয়ের অসুস্থতার কথা জানান। একই দিন সন্ধ্যায় অসুস্থ অবস্থায় মেয়েকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযুক্ত রায়হান ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ/