রোববার (২৮ জানুয়ারি) ভোরে গাজীপুর জেলা সদর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার বাসিন্দা মৃত দবির উদ্দিনের ছেলে সুদারু সুমন, সাঈদ ও মুক্কু।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে গাজীপুরে অভিযান চালিয়ে মালেক হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়।
এদিকে, রোববার দুপুরে গ্রেফতারকৃতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে কালেক্টরেট চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বেলাল, নিহতের বড় ভাই আবু মুসা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ খালিদ সাইফুল্লাহ সাদী প্রমুখ।
গত বছরের ২৯শে অক্টোবর দুপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শহরের খলিফাপট্টিতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মালেক (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই আবু মুসা বাদী হয়ে ওইদিন রাতে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এনটি