ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ব্রিটিশ সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
বাংলা চ্যানেল পাড়ি দিলেন ব্রিটিশ সাংবাদিক টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিতে সাঁতার শুরুর আগে তিন সাঁতারু। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন (বাংলা চ্যানেল) পাড়ি দিয়েছেন ব্রিটিশ সাংবাদিক বেকি হেসবার্গ। তবে ওই বিদেশি নারী সাঁতরে সেন্টমার্টিনে পৌঁছালেও মাঝ পথে ট্রলারে উঠে পড়েন মুসা ইব্রাহীম ও ওয়াসিউর রহমান। 

রোববার (২৮ জানুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে তারা শাহপরীর দ্বীপ জেটি থেকে সাঁতার শুরু করেন। ১৬ দশমিক ১ কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দ্বীপে ৪ ঘণ্টা ৪৫ মিনিটে (দুপুর ২ টা ১৫ মিনিট) পৌঁছান ওই ব্রিটিশ সাঁতারু।

এবারই প্রথমবারের মতো বাংলা চ্যানেল পাড়ি দিলেন কোনো নারী সাঁতারু। তবে এক ঘণ্টা সাঁতরে সাগরে মাছের কাটার আঘাতে মাঝ পথে ট্রলারে উঠে পড়েন দলটির দলনেতা মুসা ইব্রাহিম ও সদস্য ওয়াসিউর রহমান।  

উদ্ধারকারী দলের এমরান হোসেন দুলু বাংলানিউজকে বলেন,  ৪ ঘণ্টা ৪৫ মিনিট সাঁতরে ওই সাঁতারু সেন্টমার্টিনে পৌঁছান। তবে পায়ে আঘাত পাওয়ার কারণে অপর দুই সাঁতারু সাঁতার বন্ধ করে দেন। পরে আমরা তাদের উদ্ধার করে ট্রলারে নিয়ে আসি।  

বাংলা চ্যানেলের আবিষ্কারক প্রয়াত ফটোগ্রাফার কাজী হামিদুল হক। ২০০৬ সালের ১৪ জানুয়ারি ঢাকা বেজ ক্যাম্পের তিনজন সাঁতারু ফজলুল কবির, লিপটন সরকার ও সালমান সাঈদ প্রথমবার এই চ্যানেল অতিক্রম করেছিলেন। এর ধারাবাহিকতায় প্রতিবছর বাংলা চ্যানেল সাঁতার আয়োজন করা হচ্ছে।

গতবছর বাংলা চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবির, মনিরুজ্জামান ও শামছুজ্জামান আরাফাত।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
টিটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।