রোববার (২৮ জানুয়ারি) পটুয়াখালী পৌর শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার কনকদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ও ট্যাগ কর্মকর্তা বাউফল উপজেলা সাবেক নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
দুদক পটুয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গির আলম বাংলানিউজকে জানান, গ্রেফতারের আগে তাদের বিরুদ্ধে বাউফল থানায় দুদকের উপ-সহকারী মানিক লাল দাস মামলা করেন।
২০১৬ সালে হতদরিদ্রদের ১০ টাকা কেজি দরের ৬ হাজার ৯৯০ কেজি চাল বিতরণে তালিকায় জালিয়াতির আশ্রয় নিয়ে ২৩৩ জন সচ্ছল ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেন গ্রেফতাররা। যাদের মধ্যে চাকরিজীবী, ব্যবসায়ী ও আত্মীয়স্বজন রয়েছেন।
তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে করা মামলার তদন্তের পর গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেফতার ইউপি চেয়ারম্যান ও ট্যাগ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৮
এমএস/এসআরএস