এ স্বপ্ন আজ সত্যি হতে চলেছে। প্রথম স্প্যান বসেছে কুয়াশা ভেজা হেমন্তের এক সকালে।
শুভ খবর হচ্ছে, পদ্মাসেতুর দ্বিতীয় স্প্যানও বসে গেছে। এ সেতুর কাজ শেখ হাসিনার আমলেই শেষ হবে। এতে আর কোনো অন্তরায় নেই।
রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি নেত্রীকে জিজ্ঞাসা করেছিলাম, প্রথম স্প্যান বসবে এই শুভক্ষণে আপনি নেই। একটি দিন পিছিয়ে দেই, তিনি বলেছিলেন, আমার জন্য পদ্মাসেতুর কাজ এক মিনিটও বন্ধ থাকবে না।
মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের মাওয়ায় ৬ লেনের রাস্তা যাচ্ছে, ভাঙ্গা পর্যন্ত সেনাবাহিনী কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের উপর দিয়ে হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৮
আরএ