ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহবাগে শুক্রবার ‘অবস্থান’ থাকলেও চলতে পারবে যানবাহন 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩০, অক্টোবর ৫, ২০১৮
শাহবাগে শুক্রবার ‘অবস্থান’ থাকলেও চলতে পারবে যানবাহন 

ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অবস্থান কর্মসূচি শুক্রবার (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কিছুটা শিথিল করে পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

মেডিকেল ভর্তি পরীক্ষার কারণে কমান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বাংলানিউজকে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে জানান, তারা সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শাহবাগে অবস্থান নিলেও মোড় যানবাহন চলাচলের জন্য স্বাভাবিক রাখবেন। তবে বিকেলে পর আবার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করা হবে।

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে বুধবার (৩ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক সিদ্ধান্ত নেওয়ার পর বিকেলে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। রাত ১টার দিকে তারা ঘোষণা দেন, কোটা বহালের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বৃহস্পতিবার (৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্তও চলছিল এ অবরোধ। যদিও এরমধ্যে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আল মামুন বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা বিবেচনায় শুক্রবার বিকেল ৩টা শাহবাগ মোড়ের পাশে আমাদের অবস্থান থাকবে। পরে আবার যথারীতি মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।