ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
সৈয়দপুরে প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি পুড়ে যাওয়া মেশিনপত্র। ছবি-বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিসিক শিল্প নগরীতে অবস্থিত আমিনুল প্লাইউড ফ্যাক্টরিতে আগুন লেগে মেশিনপত্র ও কাঁচামাল পুড়ে গেছে।

শুক্রবার (৭ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিক আমিনুল ইসলাম।

 

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।  
বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।