ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ৫ নারীকে জয়িতা সম্মাননা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
ঈশ্বরদীতে ৫ নারীকে জয়িতা সম্মাননা পাঁচ নারীকে জয়িতা সম্মাননা। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাবনার ঈশ্বরদী উপজেলায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়েছে। 

রোববার (৯ ডিসেম্বর) ঈশ্বরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রম বাস্তবায়নের আওতায় তাদের এ সম্মাননা দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছা. মমতাজ বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. খাদিজা খাতুন, সফল জননী মোছা. সাহারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী মোছা. আনোয়ারা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা. ফরিদা খাতুন।

ঈশ্বরদী উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মাহমুদা বেগম, শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, ঈশ্বরদী পৌরসভার মহিলা কাউন্সিলর মোছা. ফরিদা ইয়াসমীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।