ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় সরকারি কর্মচারীর মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় সরকারি কর্মচারীর মৃত্যু! নিহত মোহাম্মদ সেকান্তর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব হলে সেকান্তরকে শহরের ঝুমুর এলাকার আধুনিক হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। এক পর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশন দেন। মুহূর্তেই ছটফট করে মারা যান তিনি।  

এ সময় নিহতের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর করেন। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, মৃত্যুর বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।