ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন স্তরের মানুষ, ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও রোববার (১৬ ডিসেম্বর) সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন সংগঠন সমাধিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আলী, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুুল হক, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, উপজেলা পরিষদের আয়াজনে ১৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে সূর্যদ্বয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে।

দিবসটি উপলক্ষে দুপুরে হাসপাতাল, বৃদ্ধাশ্রম ও এতিমখানায় শিশু উন্নত মানের খাবার পরিবেশন ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।