ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএসএমএমইউতে নারীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
বিএসএমএমইউতে নারীর আত্মহত্যা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শাহানাজ বেগম লিলি (৪০) নামে ভর্তিকৃত এক নারী নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। লিলি কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, লিলি ব্রেস্ট ক্যান্সারের রোগী ছিলেন। হাসপাতালের ক্যান্সার বিভাগে ভর্তি থেকে তার চিকিৎসা চলছিলো। ধারণা করা হচ্ছে, রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে ফল কাটার ছুরি দিয়ে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারের আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে জানান, হাসপাতালের ক্যান্সার বিভাগের এফ-ব্লকের পাঁচ তলায় ভর্তি ছিলেন লিলি। ভোরে ঘটনাটি ঘটার পর হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ