ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
যশোরে দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার

যশোর: যশোরে মদন অধিকারী (৪০) নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের মানিকদিহি গ্রামেরর রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত মদন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কল্লোলপাড়ার বাসিন্দা।

মৃত মদনের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মদন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার মানিকদিহি গ্রাম থেকে কেউ একজন ফোন করলে আমরা ঘটনাস্থলে এসে মদনের মরদেহ শনাক্ত করি।

যশোর সদর উপজেলার সাজিয়ালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সুকুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।