ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাহমুদ আলীকে সুষমার অভিনন্দন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
মাহমুদ আলীকে সুষমার অভিনন্দন  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 

প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশকে সবধরনের সহযোগিতা দিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।  

বুধবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য মঙ্গলবার (১ জানুয়ারি) এক বার্তায় সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, মাহমুদ আলীর সঙ্গে ভবিষ্যতেও একসঙ্গে দু’দেশের জন্য কাজ করে যাবেন।

দু’দেশের যৌথ পরামর্শ সভায় (জেসিসি) এ দুই পররাষ্ট্রমন্ত্রী কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সুষমা স্বরাজকে তার বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে দু’দেশের জনগণের স্বার্থে তারা কাজ করে যাবেন বলেও আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮ 
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।