রাজশাহী: চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী শিক্ষাবোর্ডের অস্থায়ী কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শিক্ষাবোর্ড প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২০ থেকে ২২ বছর রাজশাহী শিক্ষাবোর্ডে অস্থায়ী কর্মচারীরা কর্মরত।
চাকরি স্থায়ীকরণ না করায় তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত ৯০ দিনের মধ্যে চাকরি স্থায়ীকরণের নির্দেশ দেন। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ এ আদেশ মানছেন না। তাই তাদের চাকরি স্থায়ীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচি পালক করা হবে।
মানববন্ধন-সমাবেশে শিক্ষাবোর্ডের দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকুল শেখ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ বোর্ডের ৬২ জন অস্থায়ী কর্মচারী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসএস/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।