ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পশ্চিম ইসলামবাগে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
পশ্চিম ইসলামবাগে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: রাজধানীর লালবাগের পশ্চিম ইসলামবাগের বাগানবাড়ি এলাকায় পলিথিনের একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ২টা ১০ মিনিটে আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এখন ডেম্পিংয়ের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এজেডএস/এএটি

** পশ্চিম ইসলামবাগে পলিথিন কারখানায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।