শুক্রবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তের ওপারে বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী শুকিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, নানা ধরনের শিল্প কারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেলা হচ্ছে, এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধার সম্মুখীন হচ্ছে। প্রমাণ হিসেবে আমরা গাবতলীর পাশে তুরাগ নদীর একাংশ দেখতে পাই। এভাবে চললে নদীমাতৃক দেশে কোনো নদীর-ই আর অস্তিত্ব থাকবে না।
নির্বাচিত সংসদ সদস্যদের প্রত্যেকেই কোনো না কোনো নদী তীরের সন্তান উল্লেখ করে বক্তারা বলেন, এ নদী সুরক্ষায় আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। তাই মাতৃভূমিকে সুরক্ষা করতে যে শপথ নিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করুন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নোঙরের সভাপতি সুমন শামস, সেক্রেটারি আমিনুল হক, নিরাপদ সড়ক চাই’র পক্ষে সৈয়দ এনায়েত আলী, জাতীয় নদী রক্ষা জোটের আহ্বায়ক মিহির বিশ্বাস, ষোলআনা বাঙালির চেয়ারম্যান আর আই শেখর প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এইচএমএস/ওএইচ/